ভারতের তেলেঙ্গানার পেদ্দাপাল্লি জেলায় প্রবল বাতাসের কারণে একটি নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৬৫ জন বরযাত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ১০০ ফুট দূরত্বের দুটি পিলারের ওপর স্থাপিত পাঁচটি কংক্রিট গার্ডারের মধ্যে দুটি সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০ টার দিকে তীব্র বাতাসের কারণে ভেঙে পড়ে। বাকি তিনটি গার্ডারও যেকোন সময় ধসে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
ঘটনাস্থল থেকে মাত্র ৬০০ মিটার দূরে অবস্থিত ওদেদু গ্রামের নেতা সিরিকোন্ডা বাক্কা রাও বলেন, সৌভাগ্যক্রমে ভেঙ্গে পড়ার মাত্র এক মিনিট আগে সেতুটির নিচ দিয়ে পার হয় বরযাত্রী ভর্তি একটি বাস যেখানে কমপক্ষে ৬৫ জন যাত্রী ছিলেন।
২০১৬ সালে মানাইর নদীর ওপরে নির্মিত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি ও স্থানীয় বিধায়ক পুত্তা মধু। সেতুটির নির্মাণের জন্য প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এক বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। সেতুটি নির্মাণ হলে সেখানকার তিনটি শহর মন্থনি, পারাকাল ও জাম্মিকুন্তার মাঝে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমে যেত। সেতুটি ভূপালপল্লির টেকুমাতলা মণ্ডলের গারমিল্লাপল্লুর সাথে পেদ্দাপল্লীর ওদেদেদুকে সংযুক্ত করবে।
স্থানীয়রা জানিয়েছেন, কমিশনের চাপে এবং সরকার বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছিল। বাক্কো রাও বলেন, একই ঠিকাদার ভেমুলাওয়াড়ায় একটি সেতু তৈরি করেছিল যা ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে যায়।