প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে রওশন এরশাদ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে রওশন এরশাদ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে তিনি গণভবনে যান বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি বেলা একটার দিকে গণভবনে গেছেন।

Bkash

জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মোসীহ্।

রওশনপন্থী জাতীয় পার্টির এক নেতাও বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি।

Reneta JuneReneta June

রওশন এরশাদের ঘনিষ্ঠ সূত্র বলেছে, রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রওশনকে ফোন দিয়ে জরুরি ভিত্তিতে দেখা করার কথা বলা হয়েছে।

এদিকে রওশন এরশাদের এই সাক্ষাত প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন: প্রধানমন্ত্রীর সাথে কী নিয়ে বৈঠক করতে গেছেন রওশন এরশাদ, সেটি জানা নেই। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে যেতেই পারেন কথা বলতে।

আওয়ামী লীগের সাথে বৈঠকে তারা রওশন এরশাদ নিয়ে কোন কথা বলেননি বলেও জানান তিনি।

মুজিবুল হক চুন্নু আরও বলেন: প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বিশ্বাস করবেন কিনা, সেটি তার একান্ত নিজস্ব বিষয়। আমরা নির্বাচনে এসেছি, নির্বাচন করার জন্য, বর্জনের জন্য নয়। সুষ্ঠু পরিবেশ পেলে অবশ্যই নির্বাচন করবো। আমরা চেয়েছিলাম রওশন এরশাদ নির্বাচনে আসুক। তিনি আসলে দলের ইমেজ আরো ভালো হতো। আওয়ামী লীগের সাথে অনেক বিষয়ে সমোঝতা নিয়ে আলোচনা হয়েছে। কাল আবার আলোচনা হবে তাদের সাথে।

Scroll to Top