৫৩ শতাংশ ভোট পেয়ে চার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হওয়া টেক্সেইরা বলেছেন, ‘গণতন্ত্রের বিজয়ের জন্য উৎসব হওয়া উচিত। কিন্তু এ মুহূর্তটি উদ্যাপনের উপযুক্ত নয়। আমাদের এই মুহূর্ত থেকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আমরা সান্তোসকে তার উপযুক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারি।’
এর আগে ব্রাজিলের শীর্ষ লিগ ‘সিরি আ’তে নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় বিভাগে নেমে যায় সান্তোস। টানা ৫ ম্যাচ জয়শূন্য থাকায় ২০ দলের লিগে ১৭তম স্থানে নেমে যায় ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধু পেলেই নন, নেইমারও উঠে এসেছেন এ ক্লাব থেকে। সান্তোসের এমন দুরবস্থা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার লিখেছিলেন, ‘সান্তোস সব সময় সান্তোসই থাকবে। আমরা আবারও হাসব।’ নেইমার পাশে থাকলেও দলের এমন দুর্দশা মানতে পারেননি সমর্থকেরা। ‘সিরি বি’তে অবনমন নিশ্চিত হওয়ার পর সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর বাইরে রাস্তায় বেশ কিছু গাড়িতে আগুন দেন অনেক সমর্থক।