প্রথম আলো সব সময় সত্যের সন্ধান দেয়

প্রথম আলো সব সময় সত্যের সন্ধান দেয়

প্রথম আলোকে পরিপূর্ণ খবরের কাগজের ‘প্যাকেজ’ হিসেবে উল্লেখ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী পাঠকের চাহিদা অনুযায়ী এ কাগজে লেখা থাকে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। তাঁর দৃষ্টিতে প্রথম আলো শুধু খবরের কাগজ নয়, পরিবারের সঙ্গী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার সেক্রেটারি আ স ম আবদুল মালেক বলেন, প্রথম আলো সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেই ২৭ বছরের পথচলা শেষ করে এ পর্যন্ত এসেছে। আগামীতেও সত্যের সঙ্গে প্রথম আলো এগিয়ে গেলে বাংলাদেশ তার সঙ্গে থাকবে।

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান বলেন, যেকোনো বইয়ের সূচিপত্র দেখলে যেমন বোঝা যায় ভেতরে কী আছে, তেমনি সকালবেলা প্রথম আলো খুললে বোঝা যায়, গোটা বাংলাদেশে এবং বিশ্বে কী ঘটেছে।

Scroll to Top