স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে ওয়ানডে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে উঠেছিলেন মাহিশ থিকশানা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে এক লাফে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন শ্রীলংকার এই অফস্পিনার। পেছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪০ রানে ৪ উইকেট নেন থিকশানা। মূলত সেই পারফরম্যান্সই তাকে তুলে দিল ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে। তার রেটিং পয়েন্ট এখন ৬৮০। অবশ্য সেই সিরিজেই ক্যারিয়ারের সেরা ৬৮৬ রেটিং পয়েন্ট পান এই স্পিনার।
এক ধাপ অবনমনের পর দ্বিতীয় স্থানে রশিদ। তিনে নামিবিয়ার বার্নাড শল্টজ। এক ধাপ এগিয়ে চারে কুলদীপ যাদব, পাঁচে নেমে গেছেন শাহীন শাহ আফ্রিদি। কেশভ মহারাজ আছেন ছয় নম্বর অবস্থানে। পাঁচ ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে এখন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার, তার সতীর্থ ম্যাট হেনরি অষ্টম। নয়ে আছেন গুড়াকেশ মোটি। র্যাংকিংয়ের দশম বোলার ভারতের মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা র্যাংকিং মেহেদী হাসান মিরাজের, এই অফস্পিনার এখন ২৭-তম। এক ধাপ করে অবনমনের পর ৩৬ ও ৩৭ তম তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/জেটি
আইসিসি
আইসিসি র্যাংকিং
মাহিশ থিকশানা
শ্রীলংকা ক্রিকেট দল