প্রথমবারের মতো ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প আয়োজিত | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প আয়োজিত | চ্যানেল আই অনলাইন

ইউটিউব প্রথমবারের মতো আয়োজন করেছে ‘ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প’। বাংলাদেশর ৭০ জন উদীয়মান নির্মাতাদের নিয়ে দেশের উন্নতিশীল ইকোসিস্টেমকে ক্ষমতায়ন লক্ষে বুটক্যাম্পটির আয়োজন করা হয়।

আয়োজনটি বাংলাদেশি নির্মাতাদের জন্য একটি মাইলফলক যা বাংলাদেশি নির্মাতাদের সৃজনশীল হতে উৎসাহিত করবে।

৬০ হাজারটিরও বেশি চ্যানেলের ১০ হাজার সাবস্ক্রাইবারসহ ইউটিউব বাংলাদেশি নির্মাতাদের প্রবৃদ্ধি ও সাফল্যে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

এই বুটক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য নির্মাতাদের চিন্তার পরিসর প্রসারিত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, সরঞ্জাম এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেয়া।

সারাদেশ থেকে প্রায় ৭০ জন নির্মাতা এতে অংশ নেন। ফারজানা আক্তার (ফারজানা ড্রয়িং একাডেমি), লিটন আলী খান (গ্রামের দাদার রান্না), ওমর সানি সোমরাত (এসএস ফুড চ্যালেঞ্জ), রাফসান (ছোটোভাই) এবং নাফীস সেলিমের মতো ইউটিউবারও উপস্থিত ছিলেন। তারা শেয়ার করেছেন তাদের ব্যক্তিগত যাত্রা, চ্যালেঞ্জ, এবং সাফল্যের টিপস।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top