প্রত্যাহারের পর আবারও শ্রমিকদের মহাসড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

প্রত্যাহারের পর আবারও শ্রমিকদের মহাসড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর ৩০ মিনিটের মাথায় আবারও অবরোধ করেছেন শ্রমিকরা। টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলন করে আসছেন তারা।

আজ ১১ নভেম্বর সোমবার বিকেল ৩টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগে শ্রম সচিব এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর ২টার পর অবরোধ তুলে নিয়েছিলেন পোশাককর্মীরা।

এই ঘটনায় আশপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টি এন্ড জেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকালে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির দ্বিতীয় রাতও মহাসড়কে কাটিয়েছেন শ্রমিকরা। অবরোধের কারণে তৃতীয় দিনের মতো গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই মহাসড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার গণপরিবহনের যাত্রীরা।

GOVT

ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছেন তারা বিকল্প পথ দিয়ে গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা হয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া গাজীপুর ভোগড়া বাইপাস দিয়ে এবং জয়দেবপুর থেকে বনমালা হয়ে টঙ্গী দিয়েও কিছু যানবাহন চলাচল করছে।

Chokroanimation

Scroll to Top