কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসীন জামাল বলেন, ‘সড়কের অবস্থা খারাপ। সড়ক ঠিক করতে হবে। কান্দিরপাড়ে যানজট লেগেই থাকে। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী চাই।’
কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার ভোটার ইসরাত জালাল বলেন, ‘কুমিল্লা প্রাচীন শহর। কিন্তু শহরটি পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। একটা ঘিঞ্জি পরিবেশ। উন্নয়নকাজগুলো পরিকল্পিত হওয়া দরকার।’
নগরের আশ্রাফপুর এলাকার ভোটার সুমাইয়া আক্তার বলেন, ‘শহরে যানজট বেশি। বিভিন্ন ধরনের যানবাহনের কারণে যানজট ক্রমে বাড়ছে। নতুন মেয়রের কাছে যানজটমুক্ত নগরী চাই।’
অশোকতলা এলাকার ভোটার কাউসার আহমেদ বলেন, ‘কর্মসংস্থানের সুযোগ চাই। কাজের প্রতিশ্রুতি যিনি দেবেন, তাঁকে ভোট দেব।’