স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২
ভারতের আপত্তিতে আয়োজক দেশের দায়িত্বটাই হারাতে বসেছিলেন তারা। অনেক নাটকের পর আরব আমিরাতের সঙ্গে হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। এবার টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান জন্ম দিল নতুন বিতর্কের। পাকিস্তানের ভেন্যুতে অন্য ৭ দেশের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা!
একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। তারা গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে আরব আমিরাতে। এমনকি ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে দুবাইতে। শুধু ম্যাচ নয়, আইসিসির অফিশিয়াল ফটোসেশন কিংবা উদ্বোধনী অনুষ্ঠান; পাকিস্তানে আয়োজিত কোনো অনুষ্ঠানেও থাকছে না ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে দেখা দিল নতুন বিতর্ক। টুর্নামেন্ট শুরুর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তোলা হয় অংশগ্রহণকারী ৭ দেশের পতাকা। স্বাগতিক পাকিস্তানসহ ৭ দেশের পতাকা থাকলেও সেখানে নেই ভারতের পতাকা। স্টেডিয়ামের এমন ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম ও সমর্থকরা বলছেন, পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ‘প্রতিশোধ’ হিসেবেই পিসিবি এমনটা করেছে। তবে পিসিবির পক্ষ থেকে পতাকা না তোলার কোনো কারণ এখনো জানানো হয়নি।
সারাবাংলা/এফএম
চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তান
ভারত