পঞ্চগড়: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে বের হয়ে প্রতিটি জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, খুব শিগগিরই প্রতিটি জেলায় ক্রিকেট লিগ শুরু হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ আকবর।
আসিফ আকবর আরও বলেন, ‘আমরা সম্প্রতি মাদরাসা শিক্ষার্থীদেরও ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত করেছি। পাকিস্তান, আফগানিস্তান ও ভারত— এই তিন দেশে কিন্তু মাদরাসা থেকেই জাতীয় দলে ক্রিকেটার এসেছে। আমরাও প্রতিটি বাচ্চাকে মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, প্রায় দশ বছর ধরে হয়ে আসা প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। এবারই প্রথম স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রায় ২৩ লাখ নতুন প্রজন্ম ড্রাগ–এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ বিদেশে থাকায় তাদের পরিবার নানা দুর্ভোগে আছে। প্রায় পাঁচ কোটি মানুষ ইনঅ্যাকটিভ। তাই আমরা ক্লাস ফোর থেকেই ক্রিকেট কার্যক্রম শুরু করতে চাই। যেকোনো মূল্যে বাংলাদেশে ক্রিকেটের ক্যালেন্ডার আট মাস সক্রিয় রাখতে চাই। মেয়েদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা থাকবে—তাদের প্রয়োজনীয় সব সুবিধা দিতে আমরা প্রস্তুত।’
ক্রীড়া অধিদফতর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জাম কেনা হয়, সেগুলো অনেক সময় খেলার উপযোগী থাকে না— এ বিষয়ে বিসিবি নতুন পরিকল্পনা করছে বলেও জানান আসিফ আকবর।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, বিসিবির অ্যাম্পায়ার শাকিল। সভায় ক্রিকেটার, ক্রিকেটার, ক্রিকেটারদের অভিভাবকরা বক্তব্য দেন।




