প্রতারণার অভিযোগে ১৬০ কোটি ডলার জরিমানা দিচ্ছে হিনো মোটরস | চ্যানেল আই অনলাইন

প্রতারণার অভিযোগে ১৬০ কোটি ডলার জরিমানা দিচ্ছে হিনো মোটরস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার কারণে টয়োটার সহযোগী প্রতিষ্ঠান হিনো মোটরস ১৬০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের কাছে ডিজেল ইঞ্জিন থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এ জরিমানা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি পাঁচ বছরের জন্য দেশটিতে ডিজেল ইঞ্জিন রপ্তানি করতে পারবে না কোম্পানিটি।

হিনো এ সময়কালে প্রতিকার ও নীতিমালা পরিকল্পনায় অংশ নিতে সম্মত হয়েছে। ২০১০-২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫ হাজার অবৈধ ডিজেল ইঞ্জিন বিক্রির মাধ্যমে প্রতারণা করেছে হিনো।

GOVT

হিনোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট সাতোশি ওগিসো এক বিবৃতিতে জানান, নিয়ন্ত্রকদের শর্ত অনুসারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে কোম্পানি। পাশাপাশি গ্রাহক ও স্টেকহোল্ডারদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

Scroll to Top