জামালপুরের দেওয়ানগঞ্জে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের (ইজিপিপি) বিষয়ে জানতে চাওয়ার সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন ইউপি চেয়ারম্যান ছাইদুজ্জামান খান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেওয়ানগঞ্জের কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়ানগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ( ইজিপিপি) কাজ শুরু হয় গত ১১ নভেম্বর। ওই প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়নে ৫৬টি প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৪০০ টাকা মজুরি হারে ২ হাজার ৮৫৩ জন অতিদরিদ্র মানুষ কাজের সুযোগ পান।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার সদর ইউনিয়নের ৫টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রুহুল আমিন হারুন, সংবাদের প্রতিনিধি শামছুল হুদা রতন ও নূর ইলাহী। এসময় তারা দু-একটি প্রকল্পের ১০ থেকে ১২ জন শ্রমিক দেখতে পেলেও বাকী প্রকল্পের শ্রমিকদের অনুপস্থিত পেয়েছেন।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন হারুন বার্তা২৪.কম-কে বলেন, শনিবার ইউনিয়ন পরিষদের কার্যালয় বন্ধ ছিল। তাই বিষয়টি জানার জন্য রবিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করতে গেলে পরিষদের বারান্দায় প্রবেশ করতেই আমাকেসহ উপস্থিত সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে । এছাড়াও সদর ইউনিয়নে প্রবেশ না করা ও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন তিনি।
সংবাদ পত্রিকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি শামছুল হুদা রতন বার্তা২৪.কম-কে বলেন, আমরা জানতে পারি ওই ইউনিয়নে শতভাগ শ্রমিক দিয়ে কাজ করানো হয় না। সেটা দেখার জন্য সিনিয়র সাংবাদিক হারুন ভাইকে সাথে নিয়ে ওই ইউনিয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করে সত্যতা পায়। সেটা জানার জন্য গেলে চেয়ারম্যান আমাদের ওপর চড়াও হয়। এসময় উপস্থিত প্যানেল চেয়ারম্যান এনামুল হক চেয়ারম্যানের সাথে তালমিলিয়ে ক্ষমতার প্রভাব দেখায়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম অলিদ বার্তা২৪.কম-কে বলেন, প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এটা খুবই দুঃখজনক। ওই চেয়ারম্যান অতিদ্রুত ক্ষমা না চাইলে আমরা এর তীব্র আন্দোলন গড়ে তুলবো।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুজ্জামান খান বার্তা২৪.কম-কে বলেন, আমি তাদের সাথে কোন খারাপ ব্যবহার করি নাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাজহারুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, বিষয়টি আমি জানি না আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে।