ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের নামে একটি ‘ভুয়া বার্তা’ ছড়ানোর অভিযোগ উঠেছে জনপ্রিয় এই ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তার নামে মামলা হয়েছে মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগে।
শনিবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিড়লার মেয়ে ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন। এমন তথ্য প্রচার করায় তার বিরুদ্ধে মামলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এক্স অ্যাকাউন্টের প্রকৃত ব্যবহারকারী ধ্রুত রাঠি নয়। এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।
প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে, ‘এটি একটি ফ্যান প্যারোডি অ্যাকাউন্ট। যার সঙ্গে ধ্রুব রাঠির আসল অ্যাকাউন্টের কোনও যোগসূত্র নেই। আমি কারও নাম করে এই অ্যাকাউন্ট চালাচ্ছি না। এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।’
বিড়লার এক আত্মীয় ধ্রুব রাঠির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভুয়া তথ্য ছাড়ানোর অভিযোগ করেন। এজন্য তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা অনুযায়ী অপমান, শান্তি নষ্ট করা এবং ভুয়া তথ্য ছাড়ানোর দায়ে অভিযুক্ত করে মামলা করা হয়।
তবে ওই পোস্টটি একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এবং এর সঙ্গে ধ্রুত রাঠির কোনো সম্পর্ক নেই, এমন তথ্য জানার পর পুলিশ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
ধ্রুব রাঠি নিজের বিরুদ্ধে মামলার খবরে ক্ষুব্ধ হন। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাকে অযথা টেনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন জনপ্রিয় এই ইউটিউবার। তিনি বলেন, ‘যান, চোখ খুলে দেখুন। এই পোস্টটি এক্স হ্যান্ডেলের একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। আমার সঙ্গে এর কোনও লেনদেন নেই।’