পোশাক শিল্পের ওপর দেশের অর্থনীতি নির্ভর করছে – DesheBideshe

পোশাক শিল্পের ওপর দেশের অর্থনীতি নির্ভর করছে – DesheBideshe

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – পোশাক শিল্পের ওপর দেশের অর্থনীতি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বিজিএমইএ সভাপতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, গার্মেন্টস শিল্পে দেশি-বিদেশি চক্রান্ত সব সময় কাজ করেছে। যা মালিক-শ্রমিক সব সময় প্রতিহত করেছে।

তিনি বলেন, পোশাক শিল্পের ওপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে। এই শিল্পকে বাধাগ্রস্ত করে বেশিদূর এগোনোর সুযোগ নেই।

বিএনপির এই নেতা বলেন, গার্মেন্টস শিল্পের জন্য বিএনপির সহযোগিতা সব সময় থাকবে। কিছু সমস্যা থাকলেও আমরা ভালো দিকে যাচ্ছি।

আমীর খসরু বলেন, মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই শিল্পের বিকাশ কীভাবে করতে পারি তা নিয়ে কাজ করতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২৪

Scroll to Top