প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে।
আজ ২৫ এপ্রিল শুক্রবার কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ড. ইউনুস। তিনি কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছিলেন।
শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে রাতে অথবা রোববার সকালে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামী শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে।
পোপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ড. ইউনুস বলেছেন, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তি, সহানুভূতি ও ন্যায়বিচারের প্রতীক। তাঁর অনুপস্থিতি মানবজাতির এক অপূরণীয় ক্ষতি।
ভ্যাটিকানের আয়োজনে অনুষ্ঠিতব্য এই রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার জন্য ইতোমধ্যে বহু বিশ্বনেতা ও বিশিষ্টজনেরা রওনা দিয়েছেন।