পুতিনের বিরুদ্ধে নাভালনির মরদেহ গুমের অভিযোগ

পুতিনের বিরুদ্ধে নাভালনির মরদেহ গুমের অভিযোগ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ও সমালোচক অ্যালেক্সাই নাভালনির রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ গুম করার অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে। নাভালনির মরদেহ হস্তান্তর করতে না চাওয়ায় নাভালনির সমর্থকেরা অভিযোগ এ অভিযোগ করেন। তাদের ধারণা মরদেহ গায়েব করে ফেলতে চাইছেন পুতিন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অ্যালেক্সাই নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বিবিসিকে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে হত্যা করা হয়েছে। তিনি পুতিনের কট্টর সমালোচক ছিলেন বলে পুতিন তাকে ভয় পেতেন। এটা স্বাভাবিক মৃত্যু ছিল না।

কিরা ইয়ারমিশ আরও বলেন, ‘রুশ কারা আইন অনুযায়ী কোনো কারাবন্দি মারা যাওয়ার দুদিনের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে হবে । তারা মূলত কোনো আলামত রাখতে চাইছে না। এ কারণেই এখনও নাভালনির পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। তারা এটি গোপন করতে চাইছেন। মরদেহ এখন কোথায় আছে, সেটি আমরাও জানি না।’ 

এর আগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। শুক্রবার জার্মানির মিউনিখ শহরে ইউরোপভিত্তিক জোট দাভোসের প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি জানি না বিষয়টি সত্য কি না। আমরা পুতিন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে।’

তবে রুশ প্রশাসন বলছে, তদন্ত শেষ হওয়ার পরই নাভালনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে ইয়ারমিশ জানান, তদন্তের পর নাভালনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

 

Scroll to Top