অনেকদিন যাবতই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। সেই ‘বিরতি’ হয়ত এবার শেষ হতে যাচ্ছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক পেয়েছেন সাকিব। পিএসএলের বাকি অংশ খেলতে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
লাহোর কালান্দার্সের হয়ে খেলে এসেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ৩৮ বছর বয়সী সাকিবের এটা তৃতীয় দল। এর আগে কাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন সাকিব।
লাহোরে কালান্দার্সে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। জানা গেছে, লাহোরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সাকিবের সঙ্গে। অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা সাকিব প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছেন।
কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে। তখনই বলাবলি হচ্ছিল শিগগিরই হয়ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি লাগবে সাকিবের। জানা গেছে, এখনো অনুমতির জন্য আবেদন করেননি সাকিব। অবশ্য পিএসএল পূণরায় শুরু হতে এখনো কদিন বাকি।
এর আগে পিএসএলে সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাতে ব্যাট হাতে ১৮১ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ৮টি।