পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু: খেলতে যাচ্ছি বলে আর ফেরেনি মিসবাহ

পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু: 
খেলতে যাচ্ছি বলে আর ফেরেনি মিসবাহ

কেইপিজেডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার অভিযোগ রয়েছে। সেখানকার উঁচু পাহাড়গুলো কেটে কোনোটি সমতল এবং কোনোটি টিলা আকৃতির করা হয়েছে। কাটা পাহাড়গুলোর মাঝখানে ফাটল রয়েছে। পাহাড়ের এই কাটা অংশগুলোর একটি ধসে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত সিয়াম ও সিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড়গুলো এভাবে কেটে রাখার কারণে রোদের মধ্যেও সেগুলো ধসে পড়েছে। কোনো বৃষ্টি না থাকার পরও এভাবে পাহাড়ধস মেনে নিতে পারছেন না তাঁরা। তাঁদের অভিযোগ, কেইপিজেড অপরিকল্পতভাবে পাহাড় কাটায় এই ধসের ঘটনা ঘটেছে।

কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাটা যে পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে, সেটি বেশি উঁচু নয়। ওখানে নিচের দিকে শিয়ালের গর্ত রয়েছে। ছেলেগুলো সেখানে খেলতে যায়। তারা শিয়ালের গর্ত থেকে আস্তে আস্তে মাটি সরাচ্ছিল। তখন ওপর থেকে কিছু মাটি ধসে তাদের গায়ের ওপর পড়ে। আমরা ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আছি।’

Scroll to Top