এই পরিস্থিতিতে গত বুধবার নিজেদের পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন পুতিন। এ দিন তিনি বলেন, রাশিয়ায় যদি এমন কোনো দেশ হামলা চালায় যাদের পারমাণবিক শক্তিধর কোনো দেশের সহায়তা রয়েছে, মস্কো সেটাকে যৌথ হামলা বলে ধরে নেবে।
এমন পরিস্থিতিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, তা অবশ্য স্পষ্ট করেননি পুতিন। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, প্রচলিত কোনো হামলা ‘আমাদের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি’ হিসেবে দেখা দিলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।