এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসে কয়েকশ ঘরবাড়ি চাপা পড়ে আছে।
রোববার ২৬ মে নিউ ইয়র্ক টাইমস’র প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পরে দ্বীপ দেশ পাপুয়া নিউগিনি।
প্রতিবেদনে বলা হয়, প্রথমে ধারণা করা হয় ব্যাপক এই ভূমিধসে এক হাজার ১০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ভয়াবহ এই ভূমিধসের কারণে মাটির নিচে প্রায় ৬৭০ জন মানুষ চাপা পড়েছে বলে অনুমান করছে জাতিসংঘ। রোববার জাতিসংঘের এক কর্মকর্তা এ কথা বলেন।
পাপুয়া নিউগিনির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরহান আক্তোপ্রাক বলেন, দেশটির এনগা প্রদেশে বৃহস্পতিবারের ভূমিধসের ক্ষয়ক্ষতি বা প্রভাব প্রাথমিকভাবে যা ধারণা করা হচ্ছে প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বেশিরভাগই এনগা রাজ্যের উচ্চভূমিতে অবস্থিত ছিল বলেও জানান তিনি।