পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের হুমকি খাজা আসিফের | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের হুমকি খাজা আসিফের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইস্তাম্বুলে শনিবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা। তবে আলোচনার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন আলোচনা ব্যর্থ হলে উন্মুক্ত যুদ্ধ শুরু হতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রথম দফার আলোচনা গত ১৮-১৯ অক্টোবর দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল। দ্বিতীয় দফায় আফগান প্রতিনিধিদল নেতৃত্ব দিচ্ছেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রহমতুল্লাহ মুজিব, আর পাকিস্তানের পক্ষে অংশ নিচ্ছেন দুইজন নিরাপত্তা কর্মকর্তা।

আসিফ বলেন, আলোচনার ফল রবিবারের মধ্যে স্পষ্ট হবে। তবে তিনি দাবি করেন, উভয় পক্ষই শান্তি চায়।

ইসলামাবাদ আলোচনায় তুরস্ক ও কাতারের যৌথ তত্ত্বাবধানে একটি “তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ কাঠামো” গঠনের প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান আফগান ভূখণ্ড থেকে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হামলা বন্ধে কাবুলের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার চাইছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দু’দেশের সীমান্তে সংঘর্ষের কারণে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এর মধ্যেই আফগানিস্তান কুনার নদীতে বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে, যা ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়েছে।

Scroll to Top