ইসলামাবাদ, ০২ জুলাই – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ফের শক্তিশালী এক বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৫ জন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন সহকারী কমিশনারও রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
বুধবার (২ জুলাই) প্রদেশের বাজৌর জেলায় এ হামলার ঘটনা ঘটে।
বাজৌরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানান, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই রোডে একটি সরকারি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন।
তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু সরকারি গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে খার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন নাওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম, পুলিশ কনস্টেবল রসিদ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহকারী কমিশনারের গাড়িকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এই ঘটনায় মালাকান্দ অঞ্চলের পুলিশ কর্মকর্তার কাছ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টকে একটি বিশেষ দল বাজৌরে পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।
এর আগে, গত মঙ্গলবারও বেলুচিস্তানে একাধিক সরকারি অফিসে সন্ত্রাসী হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং অন্তত সাতজন আহত হন। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা ছিল ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে অন্তত দুজন নিহত হয়েছেন।।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ জুলাই ২০২৫