পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ভোটগণনার ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। একইসঙ্গে কারচুপির আশঙ্কার কথাও জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। এখন পর্যন্ত ১৪৬টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৬০টি আসনে। নওয়াজ শরীফের মুসলীম লীগের প্রার্থীরা ৪৩টি আসনে, বিলওয়াল ভুট্টো-জারদারির পিপিপি প্রার্থীরা ৩৭টি আসনে জয় পেয়েছেন।