ইসলামাবাদ, ০৫ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েক জন নিহত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আজ শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি ও নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এ ছাড়া কয়েক জন খারেজি (টিটিপি সদস্য) নিহত হয়েছে।
নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মুহাম্মদ আলি শওকত। তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সদস্যরা হলেন ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাদ, ল্যান্সনায়েক আখতার জামান, ল্যান্সনায়েক শহিদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসাফ আলি ও সিপাহী জামিল আহমেদ।
অন্যদিকে, আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল টিটিপির দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউল্লাহ রয়েছেন। তিনি মেহরান নামেও পরিচিত।
২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায়ই পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ অক্টোবর ২০২৪