উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল শান্তি কমিটির সদস্যদের থাকার একটি ভবনে। হামলার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আফগান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবিলায় স্থানীয় বাসিন্দা ও বয়স্কদের নিয়ে এসব শান্তি কমিটি গঠন করা হয়েছে, যা ইসলামাবাদের সমর্থন পেয়ে থাকে।
আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির মধ্যেই এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। তীব্র শীতের মধ্যেও ওই অঞ্চলে চলমান নিরাপত্তা অভিযানের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর দিকেই যাচ্ছে। সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আফগান সীমান্তের দুই পাশেই সক্রিয় টিটিপি শান্তি কমিটির সদস্যদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে থাকে। সংগঠনটির লক্ষ্য পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে ইসলামী আইনের নিজস্ব কঠোর ব্যাখ্যার ভিত্তিতে পরিবর্তন করা।
২০২১ সালে আফগান তালেবানরা ক্ষমতায় ফেরার পর টিটিপির তৎপরতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর বহু টিটিপি নেতা ও যোদ্ধা দেশটিতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইসলামাবাদ দাবি করছে, আফগানিস্তান থেকে পাকিস্তানবিরোধী হামলার পরিকল্পনার সুযোগ পাচ্ছে এসব গোষ্ঠী। তবে কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, টিটিপির কার্যক্রম পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।




