পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে চলতে থাকা রাজনৈতিক উদ্বেগের মধ্যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ইজাজ উল আহসান এবং মুহম্মদ মাজাহার আলী আকবর নকভি পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি উল আহসান তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে কোনো বিচারপতিই তাদের পদত্যাগের কারণ জানাননি।
এই বিষয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং হাইকোর্টের বিচারক আনোয়ার মনসুর খান বলেন, পাকিস্তানের বিচার বিভাগের জন্য এটা খুবই খারাপ লক্ষণ। তারা অত্যন্ত দক্ষ বিচারক, কিন্তু রাজনীতির কারণে তারা মাথা নত করতে বাধ্য হয়েছেন।
আইনজীবী ফয়সাল সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্টে বিচারকদের অপসারণ করা হচ্ছে। এর উদ্দেশ্য হল ভিন্নমত বিচারিক কণ্ঠকে দাবিয়ে দেয়া। এতে কোন সন্দেহ নেই যে পাকিস্তানে এখন বিচারকরা নিরাপদ নয়।
মুহম্মদ মাজাহার আলী আকবর নকভি অসদাচরণের অভিযোগের মুখোমুখি চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার ওপর আরোপিত তদন্তগুলো বাদ দেয়ার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ইজাজ উল আহসান যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার সারিতে ছিলেন, কয়েক বছর ধরে তিনবারের বেশি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিপক্ষে বেশ কয়টি রায় দিয়েছেন।