পাকিস্তানে ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের জ্যেষ্ঠ নেতার ৩৫ বছরের কারাদণ্ড | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের জ্যেষ্ঠ নেতার ৩৫ বছরের কারাদণ্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর জ্যেষ্ঠ নেতা জহিরুল হাসান শাহকে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ৩৫ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী আদালত।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আদালতের কর্মকর্তা ও আসামিপক্ষের এক আইনজীবী এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়, তৎকালীন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানানোর এক বছরেরও বেশি সময় পর এ রায় ঘোষণা করা হয়। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাহকে প্রধান বিচারপতির শিরশ্ছেদকারীর জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করতে দেখা যায়। ওই ভিডিও প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ম অবমাননার একটি মামলায় আহমদী সম্প্রদায়ের এক ব্যক্তিকে জামিন দেওয়ার পর প্রধান বিচারপতি ঈসা কট্টরপন্থী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েন।

আসামিপক্ষের আইনজীবী মাকসুদ-উল-হক জানান, সোমবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত শাহকে দোষী সাব্যস্ত করেন।

এর আগে গাজা-পন্থী সমাবেশে টিএলপি সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পাকিস্তান সরকার দলটিকে নিষিদ্ধ করে। ওই ঘটনার পর থেকে দলের নেতা সাদ রিজভী নিখোঁজ রয়েছেন।

Scroll to Top