ইসলামবাদ, ২৬ মার্চ – পাকিস্তানে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই চীনের নাগরিক। মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির শাংলার বেশাম শহরে তাদের বহনকারী গাড়িতে এই হামলা হয়। মালাকান্দের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের সংখ্যা নিশ্চিত করে ডিআইজি বলেন, হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চীনা নাগরিকদের বহনকারী গাড়িতে হামলা চালায়। তাছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় চীনাদের বহনকারী গাড়িরচালক নিহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চীনা নাগরিকরা প্রকৌশলী, যারা ইসলামাবাদ থেকে দাসু ক্যাম্পে যাচ্ছিল।
এর আগেও দাসু এলাকায় হামলা হয়েছে। ২০২১ সালে একটি বাসে বিস্ফোরণে নয়জন চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছিলেন।
এদিকে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার রয়েছের। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ মার্চ ২০২৪