পাকিস্তানের বিপক্ষেও হেরে বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষেও হেরে বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৮:০৯

নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতে বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে একটা জয় পেলেই সরাকরি বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু একদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর আজ বড় ব্যবধানে হারতে হলো পাকিস্তানের বিপক্ষেও।

আগে ব্যাটিং করে ১৭৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। পরে মাত্র ৩ উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। এতো বড় হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খোওয়ানোর সঙ্গে রানরেটও কমেছে বাংলাদেশের। অবশ্য এখনো বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভবনা ভালোভাবেই টিকে আছে নিগার সুলতানা জ্যোতির দলের। থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বিশাল ব্যবধানে জিতলেই কেবল বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পরবে বাংলাদেশ। তাছাড়া পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে যাবে বাংলাদেশই।

৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রানরেট এখন ০.৬৩৯। আর ৪ ম্যাচের ২টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮৩। অর্থাৎ বাংলাদেশকে হটিয়ে বিশ্বকাপ খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে বিশাল বড় ব্যবধানে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। ওপেনার ফারজানা হক ফিরেছেন শূন্য রানে। ১৪ বলে ১৩ রান করা দিলারা হক ফিরেছেন ষষ্ঠ ওভারে। পরের ওভারে বড় ধাক্কাটা খেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরেছেন মাত্র ১ রান করে। বাছাই পর্বের প্রথম দিন ম্যাচে এক সেঞ্চুরি, দুই হাফ সেঞ্চুরি করা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাননি, পেলেন না আজও।

শারমিন আক্তারকে সাথে নিয়ে এরপর একটা শক্ত প্রতিরোধ গড়েছেন রিতু মনি। শারমিন ৪৭ বলে ২৪ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর নাদিরা আক্তারকে নিয়ে এগিয়েছেন রিতু। দলীয় ১০৯ রানের মাথায় ৫১ বলে ১৯ রান করে ফেরেন নাদিরা।

দলীয় ১৩৬ রানের মাথায় এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং আউট হয়েছেন রিতু। ৭৬ বল খেলে ৫টি চারের সাহায্যে ফিরেছেন ৪৮ রান করে। এরপর বাংলাদেশের স্কোরটা একশ সত্তোরের ঘরে গেছে মূলত ফাহিমা খাতুনের ব্যাটে।

শেষ দিকে তেমন কারও কাছ থেকে সঙ্গ পাননি। তবু ৫৩ বল খেলে তিন চারে অপরাজিত ৪৪ রানের দারুণ একটা ইনিংস খেলেন ফাহিমা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রানে থেমেছে বাংলাদেশ। পাকিস্তান নারী দলের হয়ে সাদিয়া ইকবাল ৩ উইকেট নিয়েছেন।

পরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট এনে দেন পেসার মারুফা আক্তার। তবে এরপর আর কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশি বোলাররা। ওপেনার মুনীবা আলী ৯৩ বলে ৬৯ রানের দারুণ একটা ইনিংস খেলেন। চারে নেমে ৬৫ বলে ৬টি চার ১টি ছক্কায় ৫২ রানের অপরাজিত ঝকঝকে একটা ইনিংস খেলেন আলিয়া রিয়াজ। যাতে ৩৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

বাছাই পর্বের পাঁচ ম্যাচই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো পাকিস্তানের।

সারাবাংলা/এসএইচএস

নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ নারী ক্রিকেট দল

Scroll to Top