ইসলামবাদ, ১২ মার্চ – দেশের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি কোষাগার থেকে কোনো বেতন নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
মঙ্গলবার (১২ মার্চ) প্রেসিডেন্টের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন গ্রহণ করবেন না।
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে গত ৯ মার্চ শপথ নিয়েছেন ৬৮ বছর বয়সী জারদারি। জাতীয় কোষাগারের বোঝা না চাপিয়ে তিনি বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ মার্চ ২০২৪