জাতীয় পরিষদ সচিবালয় বলছে, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না।
এর আগে কয়েকটি সূত্র জিও নিউজকে জানিয়েছিল, জাতীয় পরিষদের বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ নতুন অধিবেশন ডাকার ‘সিদ্ধান্ত’ নিয়েছেন। সাংবিধানিক সংকট বাড়তে থাকায় তিনি ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে যাচ্ছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন আহ্বানে রাজি না হওয়ায় জাতীয় পরিষদ সচিবালয় নতুন অধিবেশন ডেকেছে। প্রেসিডেন্ট মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনগুলো বণ্টন না হওয়ায় জাতীয় পরিষদ অসম্পূর্ণ রয়েছে।