ঢাকা, ২৩ জুলাই – পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিলো লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের বোলিং সহায়ক উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল স্বাগতিক দল। তবে শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকের এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন, পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। তাতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরের ম্যাচেও জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানিয়েছেন জাকের আলী। তিনি বলেন, ‘লাইটলি (নিব) না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে (শেষ) ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কি না) হ্যাঁ হ্যাঁ (হোয়াইটওয়াশ করাই লক্ষ্য)। প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’
নিচের সারির ব্যাটারদের সঙ্গে ব্যাট করা নিয়ে জাকের বলেন, ‘এইজ গ্রুপ থেকেই আমি টেইলের সাথে ব্যাট করি। অ-১৭তে একটা ১০০ও আছে। টেইলের সাথে ৭১ রানের জুটি আছে, আমার এটা অভ্যাস আছে। আমি এগুলা চিন্তা করি না। আমি চেষ্টা করি সাথে যে থাকে তাকে একটু সেইভ করে রান নেওয়ার।’
জাকের আরও বলেছেন, ‘বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সাথে ভালো কথা হচ্ছে। বাহির থেকে প্ল্যানগুলা করে আসছে। সেগুলা কাজে আসছে।’
নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেছেন, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই (করেছি)। কিছু সেটাপ চেঞ্জ করেছি। বিপিএলের সময় ২ বছর আগেই আমাদের ব্যাটিং কোচের সাথে। হ্যাঁ ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলাই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম (গতকাল) আগে (ব্যাটিংয়ে) যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নাম্বারে খেলেছি।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ জুলাই ২০২৫