কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ‘লজ্জা’ কিছুটা হয়ত লাঘব হবে পাকিস্তানকে হারাতে পারলে। আজ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের।
আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই ম্যাচের জন্য কেমন একাদশ বেছে নিতে পারে বাংলাদেশ?
একাদশ নির্বাচন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য যে সহজ হবে না সেটা সহজেই অনুমেয়। দুর্দান্ত ফর্মে থাকা পেসার মোস্তাফিজুর রহমান ও তারকা পেসার তাসকিন আহমেদ ইনজুরির কারণে দলের বাহিরে। সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক পেসের নাহিদ রানা। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার।
এদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচে তিন পেসার নিয়েই একাদশ সাজানোর কথা। সেক্ষেত্রে হাসান মাহমুদ, শরিফুল ইসলামের সঙ্গে তানজিম হাসান সাকিবের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ। ব্যাটিংয়ে পরিবর্তনের সম্ভবনা কম। পারভেজ হোসেন ইমন ইনজুরি কাটিয়ে ফেরায় সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একাদশে জায়গা পাওয়ার সম্ভবনা কম। ওপেনার সৌম্য সরকারও ছিটকে গেছেন ইনজুরির কারণে।
সেক্ষেত্রে টপ অর্ডারে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তিনে অধিনায়ক লিটন দাস। পরে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারীকে দেখা যেতে পারে। সৌম্য সরকার ইনজুরিতে পরার পর দলে ডাকা হয়েছে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। আজ সেরা একাদশে মিরাজ নাকি আরেক স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসানকে নেওয়া হবে সেটাই দেখার। স্পিনার হিসেবে রিশাদ হোসেনের একাদশে জায়গা প্রায় পাকা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ/শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।