পালিস্তানে ২০২০ সালের মে মাসে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল। সম্প্রতি ঘটনার বিস্তারিত তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি উড়োজাহাজটির দুই পাইলটের ভুলের জন্য হয়েছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ২৫ ফেব্রুয়ারি এয়ারক্রাফ্ট ইনভেস্টিগেশন বোর্ড (এআইবি) দুর্ঘটনার শিকার উড়োজাহাজ এয়ারবাস ৩২০-এর বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তার প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজের দুই জন পাইলট ফ্লাইটি অবতরণের সময় সঠিক অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হওয়ায় উড়োজাহাজটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়। তবে, দুই জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যাযন। দুর্ঘটনায় আশপাশের বেশ কিছু বাড়িঘর এবং পার্ক করা যানবাহন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার চারবার পাইলটদের সতর্ক করেছিলেন তাদের অবতরণের উচ্চতা সঠিক নেই। পাইলটরা প্রথম যখন বিমানটিকে অবতরণ করার চেষ্টা করেন, তখন এর ইঞ্জিনগুলো মাটিতে আঘাত করে, যার ফলে ইঞ্জিনগুলোতে লুব্রিকেন্ট সরবরাহকারী সিস্টেমটি বন্ধ হয়ে যায়। এতে বিমানটি বিধ্বস্ত হয়।
এআইবি আরও উল্লেখ করেছে, ইঞ্জিনে লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হওয়ায় বিমানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং ফ্লাইটের শেষ চার মিনিট ডেটা বক্সে কোন কিছু রেকর্ড হয়নি। বিমান অবতরণ করার সময় একে অপরের সাথে যোগাযোগ না হওয়ার জন্যও পাইলটদের দায়ি করা হয়েছে।