ফিলিস্তিনের পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ড অন্তর্ভুক্ত করতে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে একটি বিল পাস হয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। এদিকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘বিবেকবর্জিত’ ও ‘গণহত্যার শামিল’ উল্লেখ করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইহুদি ধর্মাবলম্বী বিশ্বের ৪শ’ ৫০ জন বিশিষ্ট ব্যক্তি।