রাজধানীর পুরান পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল। এর আগে রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।