দক্ষিণ কোরিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র চুরি করতে গভীর রাতে স্কুলে প্রবেশ করায় স্কুলের শিক্ষক এবং এক ছাত্রের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
গত ৪ জুলাই স্থানীয় সময় রাত ১ টা ২০ মিনিটে সিউলের দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর আন্দংয়ের একটি স্কুলে এ প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানা যায়। তবে স্কুলের নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলে এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
স্কুলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দুজন মিলে উক্ত পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে, চুরির অনুমতি দেওয়া এবং স্কুলে বেআইনি প্রবেশের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে বাবার বিরুদ্ধেও বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।