নয়াদিল্লি, ৩০ মার্চ – পরীক্ষা চলাকালীন উত্তরপত্র না দেখানোর অভিযোগে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তারই তিন সহপাঠী। গুরুতর আহতাবস্থায় কিশোরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলায় ঘটেছে এই ঘটনা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার (২৬ মার্চ) ভিওয়ান্ডী এলাকার একটি স্কুলে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে এক কিশোরকে আক্রমণ করে তার তিন সহপাঠী। তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অভিযোগ পেয়ে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
তারা জানিয়েছে, পরীক্ষা চলাকালীন আক্রান্ত কিশোর নিজের উত্তরপত্র বাকিদের দেখাতে চায়নি। তাতেই বাকিরা রেগে যায়। পরীক্ষার পর কিশোরকে আক্রমণ করা হয়। এ ঘটনায় তিন সহপাঠীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় (ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত আঘাত) মামলা হয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ মার্চ ২০২৪