পরস্পরকে উষ্ণ আলিঙ্গন রণবীর-দীপিকার!

পরস্পরকে উষ্ণ আলিঙ্গন রণবীর-দীপিকার!

প্রাক্তন মানেই মুখ দেখাদেখি বন্ধ? একে অপরের নামে বাজে কথা না বলেও বন্ধু হয়ে যে থাকা যায়, সেটাই বারবার প্রমাণ করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপূর ও দীপিকা পাড়ুকোন। দুর্গা পূজা শেষ হতেই মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দী হলেন দুই তারকা। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন রণবীর-দীপিকা।

প্রেম ভেঙেছে বহু বছর হলো। দু’জনেই আলাদা সংসার পেতেছেন। কাজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তারা। ফলে, মন কষাকষিও জিইয়ে রাখেননি নিজেদের মধ্যে। বিমানবন্দরে দেখা হতেই, পুরনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলেন। বিমানবন্দরের দরজার বাইরে থেকে তোলা সেই মুহূর্ত নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাদের একসঙ্গে দেখে ফিরে গেছেন প্রায় ১২ বছর আগের বানি ও নয়না জুটির রসায়নে। যদিও কেউ কেউ আবার খুব একটা সহজভাবে নেননি বিষয়টা। অনেকেরই কৌতূহল দু’জনেই নিজেরদের স্বামী বা স্ত্রীকে ছাড়া কোথায় যাচ্ছেন?

মুম্বাই বিমানবন্দর থেকে বিমানে চেপে তারা নামেন দিল্লিতে। একসঙ্গে বের হন বিমানবন্দর থেকে। রণবীরের পরনে কালো কো-অর্ড সেট। দীপিকার পরনে ধূসর রঙের জাম্পস্যুট। বিমানবন্দর থেকেই গাড়ি আলাদা হয় তাদের। গাড়িতে ওঠার আগে রণবীরকে দীপিকার উদ্দেশে বলতে শোনা যায়, ‘দেখা হচ্ছে তোমার সঙ্গে।’ মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানান অভিনেত্রী।

তাদেরকে একসঙ্গে দেখে অনুরাগীরা ভাবছেন, ফের হয়তো নতুন কোনো কাজে দেখা যাবে রণবীর-দীপিকাকে।

Scroll to Top