পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার | চ্যানেল আই অনলাইন

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের একটি ফ্ল্যাটের পর্যাপ্ত কর পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। একইসঙ্গে তিনি গৃহায়ন সচিব ও লেবার পার্টির উপ-নেতার পদ থেকেও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

রেনার চলতি সপ্তাহের শুরুতে তার ৮০০,০০০ পাউন্ডের ফ্ল্যাটের উপর স্ট্যাম্প শুল্ক কম দেওয়ার কথা স্বীকার করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ক্রয়ের বিষয়ে আর কারো পরামর্শ না নেওয়ার ত্রুটির জন্য তিনি ‘সম্পূর্ণ দায়ভার’ নিয়েছেন।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি চিঠিতে রেনারকে বলেছেন, তিনি ‘খুব দুঃখিত’ যে তার সরকারের সময় শেষ হয়ে গেছে। কিন্তু তিনি দলের ‘একজন প্রধান ব্যক্তিত্ব’ হিসেবে থাকবেন বলে জানিয়েছেন স্টারমার।

উল্লেখ্য; অ্যাঞ্জেলা রেনার ২০২০ সাল থেকে লেবার পার্টির ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ২০২৩ সাল থেকে দেশটির পার্লামেন্টে ছায়া উপ-প্রধানমন্ত্রী এবং লেভেলিং আপ, হাউজিং অ্যান্ড কমিউনিটিস বিভাগের ছায়া সচিবের দায়িত্বও পালন করছেন।

Scroll to Top