পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের মন্ত্রিসভা রদবদলের পথ প্রশস্ত প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার (৮ জানুয়ারি) জাতির প্রতি প্রধানমন্ত্রী বোর্নের সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।

জানা গেছে, ২০২৩ সালে রাজনৈতিক সংকটের পরে সরকারি রদবদলের জল্পনা-কল্পনার মধ্যে এই পদক্ষেপটি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

BkashBkash

ফ্রান্সের আগামী প্রধানমন্ত্রীর প্রার্থীদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল এবং ৩৭ বছর বয়সি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।

এই দুই প্রার্থীর মধ্যে কেউ একজন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলে, ফ্রান্সের ইতিহাসে তারাই হবে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এবং প্রাক্তন কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরমন্ডিকেও সম্ভাব্য বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর প্রার্থী তালিকায় রাখা হয়েছে।

Scroll to Top