পতনে উল্লাস নয়, শাকিব খানের সচেতন বার্তা – DesheBideshe

পতনে উল্লাস নয়, শাকিব খানের সচেতন বার্তা – DesheBideshe

পতনে উল্লাস নয়, শাকিব খানের সচেতন বার্তা – DesheBideshe

ঢাকা, ০৬ আগস্ট – পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে সেমবার পতন ঘটে আওয়ামী সরকারের। এ দিন দুপুরের পর থেকে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের মানুষ।

প্রায় একমাস ধরে চলতে থাকা আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছেন ঢালিউড নায়ক শাকিব খান। শেখ হাসিনার সরকার পতনের পর তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন শাকিবিয়ানরা। পরে ফেসবুকে একটি পোস্ট দেন নায়ক।

মঙ্গলবার সকালে ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন শাকিব, তাতে লেখা, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।’

পোস্টে আরও লেখা রয়েছে,‘এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’

সবশেষে শাকিব লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে—আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’

চিত্রনায়ক শাকিব খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’। শিগগিরই মুক্তির কথা রয়েছে তার নতুন ছবি ‘দরদ’।

আইএ/ ০৬ আগস্ট ২০২৪

Scroll to Top