ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন ক্রু নিহত হয়েছেন। বাণিজ্যিক জাহাজগুলোতে এই হুথিদের হামলা শুরুর পর থেকে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল (৬ মার্চ) বুধবার গ্রিনিচ মান সময় সাড়ে ১১টায় এডেন উপসাগরে বার্বাডোজের পতাকাবাহী ট্রু কনফিডেন্স নামের জাহাজে এই হামলার ঘটনায় ৩ জন ক্রু নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটি খালি করা হয়েছে এবং আগুন নিয়েই জাহাজটি ভেসে চলেছে।
হুথিরা বলেছে, গাজায় চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে এই হামলা চালানো হয়েছে। ট্রু কনফিডেন্স নামে ওই জাহাজটির নাবিকরা হুথি নৌবাহিনীর দেয়া সংকেত উপেক্ষা করেছে।
তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সংস্থা ইউকেএমটিও এর তথ্য অনুযায়ী, ট্রু কনফিডেন্স জাহাজটিকে ভিএইচএফ রেডিওর মাধ্যমে একটি গোষ্ঠী পথ পরিবর্তন করতে বলেছিল। ওই গোষ্ঠীটি নিজেদেরকে ‘ইয়েমেনি নৌবাহিনী’ হিসেবে পরিচয় দিয়েছিল।

জাহাজটিতে মোট ২০ জন ক্রু ছিলেন। এর মধ্যে একজন ভারতীয়, ভিয়েতনামের ৪ জন এবং ১৫ জন ফিলিপিন্সের নাগরিক। এছাড়া জাহাজে ৩ জন সশস্ত্র প্রহরী ছিলেন যাদের মধ্যে শ্রীলঙ্কার ২ জন এবং নেপালের ১ জন নাগরিক রয়েছেন। কাছাকাছি আরেকটি জাহাজ থেকে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে জানায় তারা।
হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন হামলার জন্য হুথিদের জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করে যাবে এবং বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।