পছন্দের বিজেপি প্রার্থীর মনোনয়নে বিধায়কের নাচের ভিডিও ভাইরাল

পছন্দের বিজেপি প্রার্থীর মনোনয়নে বিধায়কের নাচের ভিডিও ভাইরাল

ভারতের দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে রাজু বিস্তাকে আবারও প্রার্থী করায় আনন্দে নাচতে দেখা গেল দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দার্জিলিয়ে নীরবে প্রচার চালিয়েছিলেন। মনে করা হচ্ছিল, রাজু বিস্তার জায়গায় শ্রিংলাকে এবার দার্জিলিংয়ে প্রার্থী করা হবে। এই সম্ভাবনার জেরে পাহাড়ের বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জল্পনা-কল্পনা দূরে সরিয়ে রেখে রাজু বিস্তাকেই ফের দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর তারপরেই আনন্দের চোটে নাচতে দেখা গেল, দার্জিলিংয়ে বিজেপি বিধায়ক নীরজ জিম্বাকে।

দার্জিলিং আসনের জন্য বিজেপি রাজু বিস্তাকে টিকিট দিতেই পাহাড়ের বিজেপি নেতৃত্বের একাংশ উল্লাসে ফেটে পড়েন। তাদের মধ্যে অন্যতম হলেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা। বিস্তাকে নিজের ভাই বলেই সম্বোধন করে আসেন জিম্বা। এই আবহে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সময় টিভিতে চোখ ছিল তার। আর দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজুর নাম ঘোষণা হতেই মাচতে শুরু করেন জিম্বা। নিজের ঘরেই টিভির সামনে হাত-পা ছুড়ে উল্লাস প্রদর্শন করেন বিজেপি বিধায়ক। তার সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশ্য বিস্তা টিকিট পাওয়ায় বিজেপির এই বিধায়ক উল্লাসে ফেটে পড়লেও কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিদ্রোহী হয়ে উঠেছেন। বিস্তাকে আবারও দার্জিলিং আসনে টিকিট দেওয়ার কথা ঘোষণা হতেই বিষ্ণু দাবি করেন, তিনি রাজুর বিরুদ্ধে প্রার্থী হবেন লোকসভা ভোটে।

বিষ্ণুর দাবি ছিল, কোনও ভূমিপুত্রকে দার্জিলিং থেকে প্রার্থী করতে হবে। এই আবহে রাজুর নামেও তার আপত্তি। তাই রাজু বিস্তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই বেঁকে বসেছেন বিষ্ণু। তাই এখন দার্জিলিঙে বিজেপির জন্যে লড়াইটা কতকটা বিজেপিরই বিরুদ্ধে।

Scroll to Top