ন্যাটোর সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রসহ সেনা মোতায়েন | চ্যানেল আই অনলাইন

ন্যাটোর সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রসহ সেনা মোতায়েন | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চার মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া দাবি করেছে, ন্যাটো মহড়া নিঃসন্দেহে উত্তেজনা বাড়াচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করছে।

রোববার ৫ মে টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে ন্যাটোর চার মাসব্যাপী সামরিক মহড়ার নিন্দা করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাটো সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পুতিন প্রশাসন রাশিয়ার কাছে ন্যাটোর সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে।

গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় ন্যাটোর ৯০ হাজার সেনা অংশ নেবে। মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারে, সেই মহড়া চালাবে তারা।

স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। সেই সময়ে রাশিয়া বলেছিল, এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের ‘অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন’ হিসেবে চিহ্নিত করেছে মস্কো।

Scroll to Top