নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে গতকাল দ্বিতীয় দিনের মতো দেশের নদীবন্দরগুলো ছিল অচল। কোনো বন্দর থেকে জাহাজ চলাচল করতে দেখা যায়নি। জাহাজ থেকে পণ্য খালাসও ছিল বন্ধ।
গতকাল রাতে কর্মবিরতি স্থগিত করার ঘোষণার আগপর্যন্ত নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজ চলাচল বন্ধ ছিল। জাহাজগুলো নোঙর করে রাখা ছিল নদীর বিভিন্ন স্থানে। গতকাল সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মী ও নৌযান শ্রমিকেরা।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে অন্য কারা জড়িত ছিল, সেটা বের করতে সঠিক তদন্ত দাবি করছি। সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকদের নিরাপত্তা দাবি করছি।’