নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো’র প্রয়াণ | চ্যানেল আই অনলাইন

নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো’র প্রয়াণ | চ্যানেল আই অনলাইন

৯৯ বছর বয়সে প্রয়াত হলেন যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সোলো। অর্থনীতিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা করার জন্য সম্মানজনক নোবেল পুরস্কার লাভ করেন তিনি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বৃহস্পতিবার ৯৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাসাচুসেটসের লেক্সিংটনে নিজ বাড়িতেই মারা যান প্রবীণ অর্থনীতিবিদ রবার্ট সোলো।

BkashBkash

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) অর্থনীতির অধ্যাপক ছিলেন রবার্ট সোলো। উন্নত দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা করে তত্ত্বও আবিষ্কার করেন তিনি। এজন্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস থেকে ১৯৮৭ সালে সোলোকে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

উৎপাদন সম্প্রসারণের জন্য রবার্ট সোলো একটি গাণিতিক মডেল তৈরি করেন। যা গ্রোথ অ্যাকাউন্টিং মডেল নামে পরিচিত। নোবেল কমিটির পক্ষ থেকে পুরস্কার ঘোষণার সময় বলা হয়েছিল, সোলোর মডেলটি এমন একটি কাঠামো যা দিয়ে আধুনিক সমষ্টিগত অর্থনীতির তত্ত্বকে গঠন করা যায়।

Scroll to Top