নৈরাজ্য সৃষ্টিকারীদের নিয়ে সতর্ক থাকতে হবে: বাহাউদ্দিন নাছিম | চ্যানেল আই অনলাইন

নৈরাজ্য সৃষ্টিকারীদের নিয়ে সতর্ক থাকতে হবে: বাহাউদ্দিন নাছিম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিবাদী শক্তি বিএনপি জামাতের সাথে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো। সরকার সকল নৈরাজ্য মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে সেই অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সেবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ ২৫ জুলাই, বৃহস্পতিবার দুপুরে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাজাহানপুর খালপাড়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পায়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামাত খুশি হয়। তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কিভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।

শাজাহানপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে বাহাউদ্দিন নাছিম সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top