নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪ – DesheBideshe

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪ – DesheBideshe

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪ – DesheBideshe

কাঠমান্ডু, ০৭ জুলাই – নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আজ রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানায়।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে পুলিশ মুখপাত্র দান বাহাদুর বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা টিমসহ অন্যান্য দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশ।

দেশের একাধিক জায়গায় নিহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরে এই অঞ্চলে বন্যা ও ভূমিধসের পরিমান বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও রাস্তা নির্মাণকাজের কারণে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার থেকে নেপালে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে অনেকগুলো নদীর পানি বিপদসীমা পেরিয়ে গেছে এবং আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছে।

এর আগে গত মাসেও ঝড় ও ভূমিধসে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

অন্যদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় বন্যায় আসামে অন্তত ছয়জন মারা গেছেন। এই নিয়ে মে মাস থেকে ভারি বৃষ্টিপাতের কারণে ৫৮ জন প্রাণ হারালেন দেশটিতে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ জুলাই ২০২৪

Scroll to Top