ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কাভা কাপ ফর মেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখল স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লাল-সবুজের ছেলেরা জিতেছে ৩-২ সেটে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম দুটি সেটে এগিয়ে থেকেও পরের দুই সেটে লড়াইয়ে ফিরে আসে নেপাল। তবে শেষ ও নির্ধারণী সেটে দৃঢ়তায় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। পাঁচ সেটের স্কোরলাইন ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের আল আমিন।
দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে হারায় শ্রীলংকাকে (২৫-২২, ২৫-১৬, ২০-২৫, ২৫-২০)। ম্যাচসেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে সহজেই পরাজিত করে মালদ্বীপকে (২৫-১৭, ২৫-২০, ২৫-১২)। ম্যাচসেরা নির্বাচিত হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।
এর আগে উদ্বোধনী দিনে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকরা জয় পায় ৩-০ সেটে (২৫-২১, ২৫-১৩, ২৫-২১)। উদ্বোধনী দিনের অন্য ম্যাচগুলোতে তুর্কমেনিস্তান ৩-০ সেটে নেপালকে হারায়, আর শ্রীলংকা রোমাঞ্চকর ম্যাচে ৩-২ সেটে হারায় আফগানিস্তানকে।




